ভ্যারিয়েবল(Variable)
ভ্যারিয়েবল কে আমরা একটি পাত্রের ন্যায় ভাবতে পারি , যেখানে কিছু জিনিস সংরক্ষণ করতে পারি । প্রোগ্রামিং এ ভ্যারিয়েবলও তেমনি ডেটা সংরক্ষনের জন্য ব্যবহার করা হয় । অন্যান্য প্রোগ্রামিং ভাষার মত ভেরিয়েবল ঘোষণা করার জন্য পাইথনের কোন কমান্ড নেই । একটি ভেরিয়েবল তৈরি হয় তখনি, যে মুহূর্তে তুমি এটিতে একটি মান নির্ধারণ করে দিবে। একটা উদাহরণ দেখা যাক ,
x = 100
y = "Python"
print(x)
print(y)
y = "Python"
print(x)
print(y)
এখানে আমরা x নামক ভ্যারিয়েবলে 100 স্টোর করেছি, যেটি একটি ইন্টিজার টাইপ ডেটা এবং y নামক ভ্যারিয়েবলে Python নামক একটি স্ট্রিং টাইপ ডেটা স্টোর করেছি।
পাইথনে ভ্যারিয়েবলকে ডেটার ধরন(Data Type) বলে দেওয়ার প্রয়োজন পরে না। তবে তুমি যদি একটি ভেরিয়েবলের ডেটা টাইপ নির্দিষ্ট করতে চাও তবে এটি কাস্টিং দিয়ে করা যেতে পারে। উদাহরণ স্বরূপ -
x = str(100) # x হবে '100' স্ট্রিং
y = int(50) # y হবে 50 ইন্টিজার
z = float(10) # z হবে 10.0 ফ্লোটিং
y = int(50) # y হবে 50 ইন্টিজার
z = float(10) # z হবে 10.0 ফ্লোটিং
পাইথনে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, যেগুলো আমরা সামনে জানবো।
"ভ্যারিয়েবলের নামকরণের নিয়ম" জানতে visit করো ।
0 Comments